Logo
Logo
×

ব্যবসা ও বাণিজ্য

দাম নিয়ন্ত্রণে চাল আমদানি বাড়াতে বলা হয়েছে: অর্থ উপদেষ্টা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম

দাম নিয়ন্ত্রণে চাল আমদানি বাড়াতে বলা হয়েছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে যেখান থেকেই হোক খাদ্য মন্ত্রণালয়কে চাল আমদানি বাড়াতে বলা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, চালের বাফার মজুদ বাড়াতে বলা হয়েছে। প্রয়োজনে বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। চালের দাম বাড়ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘একটি স্পেসিফিক আইটেম চালের ক্ষেত্রে দাম কিছুটা বেড়েছে। অন্যান্যগুলোর ওভারঅল খুব বেশি বেড়েছে, তা নয়। সাপ্লাই চেইনের কারণে এটা (চালের দাম বৃদ্ধি) হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখছি, যাতে মাধ্যসত্ত্বভোগীদের কারণে চালের দাম না বাড়ে। এটা মেজর কনসার্ন। চালের দাম একটু যখন বাড়ছিল তখন আমি সঙ্গে সঙ্গেই খাদ্য ও বাণিজ্য উপদেষ্টাকে বলেছি।’

আজকে খাদ্য মন্ত্রণালয়কে নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করতে বলা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বলা হয়েছে আপনারা যেখান থেকে পারেন চাল আমদানি বাড়াতে হবে। চালের বাফার স্টক করে রাখেন। প্রয়োজনে বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করা হবে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন