বাণিজ্য সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন আবদুর রহিম
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০১:২২ পিএম
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে। নতুন সচিব পদায়ন না হওয়া পর্যন্ত নিজ দায়িত্বের পাশাপাশি সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনের অবসরের কারণে নতুন সচিব পদায়ন না হওয়া পর্যন্ত এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে তার নিজ দায়িত্বের পাশাপাশি নির্দেশক্রমে সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।