এলো ভারতীয় পেঁয়াজ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১২:৩৭ এএম
রবিবার বিকেলে ৪২টি ওয়াগনে এসব পেঁয়াজ দর্শনা বন্দর ইয়ার্ডে এসে পৌঁছায়।
আরো পড়ুন
ভারত থেকে আমদানি করা প্রথম চালানের ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে। রবিবার (৩১ মার্চ) বিকেল ৫টায় চুয়াডাঙ্গার দর্শনা বন্দরে এসে পৌঁছায় চালানটি।
৪২টি রেলওয়াগনে এসব পেঁয়াজ আমদানি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি করা হবে ঢাকা ও চট্টগ্রামের বাজারে।
টিসিবি ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করবে। প্রথম চালানে আসা ১ হাজার ৬৫০ টন পেঁয়াজের মধ্যে ১ হাজার ২০০ টন ঢাকা সিটিতে ও ৪০০ টন চট্টগ্রাম সিটিতে যাবে। এরপর পর্যায়ক্রমে বাকি পেঁয়াজ আসলে সারা দেশে দেওয়া হবে।