Logo
Logo
×

ব্যবসা ও বাণিজ্য

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ পিএম

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) তাদের এ বছরের সভা সম্পন্ন করেছে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) তাদের এ বছরের সভা সম্পন্ন করেছে। সোমবার (২৩ ডিসেম্বর)  ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সভা শেষ হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহা প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী। এতে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ তারকা-মানের হোটেলগুলোর প্রতিনিধিরা।সভায় আতিথেয়তা শিল্পের উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার কৌশল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় তারকা হোটেলগুলোর ক্রমবর্ধমান বিদ্যুৎ ও গ্যাস বিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং টেকসই ও ব্যয় সাশ্রয়ী সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করা হয়। আন্তর্জাতিক অতিথিদের চাহিদা মেটাতে মদ কেনার প্রক্রিয়া সহজীকরণের জন্য নীতিমালা সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। উচ্চমানের রেস্তোরাঁগুলোর মেনু প্রস্তুতিতে প্রভাব ফেলছে এমন বিফ আমদানি সমস্যার সমাধান নিয়েও আলোচনা হয়।

বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর পরিকল্পনা ঘোষণা করা হয়; যা হোটেলগুলোর মধ্যে সৌহার্দ্য এবং দলগত কাজের উন্নয়নের জন্য একটি আন্তঃহোটেল ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে আয়োজন করা হবে। তাছাড়া বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়। যাতে দেশি ও আন্তর্জাতিক অতিথিদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।

সভায়, বিহা স্ট্যান্ডিং কমিটি অন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের কো-চেয়ারম্যান সাখাওয়াত হোসেনকে ২০২৪ সালে সর্বোচ্চ সংখ্যক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জনের জন্য স্বীকৃতি প্রদান করে।

সভায় প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, র‌্যাডিসন ঢাকা, লো মেরিডিয়ান ঢাকা, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হোটেল সারিনা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, সিগাল হোটেল, মেপল লিফ হোটেল অ্যান্ড রিসোর্ট, ফার্স হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, মম ইন, রোজ ভিউ হোটেল, দ্য পেনিনসুলা চট্টগ্রাম, হোটেল ওমনি রেসিডেন্সি, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল এলিট প্যালেস, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, প্লাটিনাম হোটেল, সায়েমান বিচ রিসোর্ট, হানসা রেসিডেন্স এবং রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেলসহ শীর্ষস্থানীয় হোটেলগুলোর প্রতিনিধিরা সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়াও মো. নাইমুল হক পিপিএম পুলিশ সুপার ঢাকা অঞ্চল, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ সভায় উপস্থিত ছিলেন।

বিহা প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী উপস্থিত সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আতিথেয়তা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বিহা-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বছর শেষের প্রাক্কালে সংস্থার সম্মিলিত প্রচেষ্টা এবং অভিন্ন লক্ষ্যই বাংলাদেশের আতিথেয়তা শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ভিত্তি। তিনি জোর দিয়ে বলেন যে, যৌথ প্রচেষ্টার মাধ্যমে শিল্পটি ২০২৫ এবং তার পরবর্তী সময়েও বাধাগুলো অতিক্রম করবে এবং সুযোগগুলোকে কাজে লাগিয়ে উন্নতির দিকে এগিয়ে যাবে।

সভাটি টেকসই প্রবৃদ্ধি, কার্যক্রমের উৎকর্ষতা এবং অতিথি অভিজ্ঞতা উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করার জন্য একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণের মাধ্যমে শেষ হয়।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন