রাজধানী
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পিএম
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন সামনে রেখে ঢাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ছবি: ডিএমপির সৌজন্যে
খ্রিষ্টীয় বর্ষবরণের রাতে (থার্টি ফার্স্ট নাইট) উন্মুক্ত স্থানে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এমনকি সেই রাতে পরিচয়পত্র ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ছাড়া খ্রিষ্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে (২৫ ডিসেম্বর) ঢাকায় ডিএমপি নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে।
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন সামনে রেখে ঢাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এই সমন্বয় সভা হয়।