র্যাবের গুম-খুন, আয়নাঘরের কথা স্বীকার মহাপরিচালকের, চাইলেন ক্ষমা
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পিএম
নারায়ণগঞ্জের আলোচিত ‘সাত খুন’সহ বাহিনীর কতিপয় সদস্যের অতীত কৃতকর্মের জন্য ভুক্তভোগী ও বিচারবর্হিভুত হত্যাকাণ্ডের শিকার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
একই সঙ্গে তিনি বাহিনীর গোপন বন্দীশালা ‘আয়নাঘর’- এর কথা স্বীকার করেছেন। ভবিষ্যতে গুম, খুনের মতো অপরাধে আর না জড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় র্যাব প্রধান এ সব কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, ‘অতীতে যেসব জনসাধারণ নির্যাতিত, অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং নারায়ণগঞ্জের সাত খুনসহ সারাদেশে সংঘটিত নানান বিচারবর্হিভুত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের কাছে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। আমি নিশ্চয়তা দিচ্ছি, যতদিন দায়িত্ব পালন করব ততদদিন র্যাব আর কারো নির্দেশে গুম, খুনের মতো ফৌজদারি অপরাধে জড়িত হবে না।’
এ সব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রত্যাশা করে তিনি বলেন, ‘এর মাধ্যমেই কেবল দায়মুক্ত হওয়া সম্ভব। অন্য কোনোভাবেই আমরা দায়মুক্ত হতে পারব না।’
তিনি আরও বলেন, ‘আমি যতদিন এই দায়িত্বে আছি বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ—গুম, খুন করবে না। যদি কোনো সদস্য যদি নিজ দায়িত্বে কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। যেটা ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা নিয়ে আসছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ প্রসঙ্গে র্যাব মহাপরিচালক বলেন, ‘হেলিকপ্টারের বিষয়ে হাইকোর্টে রিট আছে, ফৌজদারি মামলাও রজু হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে। আমরা আশা করব, এসব অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
র্যাবের গোপন বন্দিশালা বা আয়নাঘরের অস্তিত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আয়নাঘরের যে বিষয়টি এসেছে, সেটি ছিল, আছে। কমিশন (গুমের ঘটনা তদন্তে কমিশন) আমাদের নির্দেশ দিয়েছে যা যে অবস্থায় আছে, সেই অবস্থায় রাখার জন্য। কোথাও কোনো ধরনের পরিবর্তন বা পরিবর্ধন যেন না করা হয়, যা যেভাবে ছিল সেগুলো আমরা ওইভাবেই রেখেছি।’
বিভিন্ন মহল থেকে র্যাব বিলুপ্তির প্রস্তাবের বিষয়ে বাহিনী প্রধান বলেন, ‘বিলুপ্তির ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে সবাই।’
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে জানতে চাইল তিনি বলেন, ‘মামলাটি হাইকোর্টের আদেশে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি তদন্ত করছে। কমিটিতে র্যাবের প্রতিনিধিও রাখা হয়েছে। এ ব্যাপারে র্যাবের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’