Logo
Logo
×

বাংলাদেশ

ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ফিরলেন পরিবারের কাছে

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০১:২৫ পিএম

ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ফিরলেন পরিবারের কাছে

মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।

ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জন জেলে ও নাবিককে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গা কোস্টগার্ডের জেটিতে তাঁদের হস্তান্তর করা হয়। এর আগে সকাল সোয়া ৯টায় তাঁদের বহনকারী জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছায়।

প্রায় একমাস বন্দিদশায় কাটিয়ে পরিবারের কাছে ফিরতে পেরে নাবিক ও তাঁদের স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন মো. জহিরুল হক জানান, গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশি ফিশিংবোট এফভি কৌশিক প্রাকৃতিক দুর্যোগে পড়ে ডুবে যায়। বোটটির ১২ জন জেলেকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করে এবং পরে তাঁদের ভারতে নিয়ে যায়। গত ৯ ডিসেম্বর এফভি লাইলা-২ ও এফভি মেঘনা-৫ নামে দুটি জাহাজকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে যায়। তাঁদের অভিযোগ ছিল যে জাহাজগুলো ভারতীয় জলসীমায় মাছ ধরছিল। এতে ৭৮ জন নাবিক ও জেলে ছিল। পরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের ফেরানোর উদ্যোগ নেয়। দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। বন্দি বিনিময়ের দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডকে দেওয়া হয়।

সে প্রেক্ষাপটে গত ৫ জানুয়ারি বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ও ৬টি বোট ভারতীয় কোস্টগার্ডকে হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন বাংলাদেশি জেলে এবং দুটি ফিশিংবোট কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের চট্টগ্রামে নিয়ে আসা হয় এবং ইতোমধ্যে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেঘনা-৫ এর প্রধান প্রকৌশলী শরিফুল আলম বলেন, "পরিবারের কাছে ফিরতে পেরে আনন্দ লাগছে। বন্দি অবস্থায় কখন ফিরতে পারবো তা নিয়ে দুশ্চিন্তা ছিল। অন্য কোনো সমস্যা হয়নি।"

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন