হাছান মাহমুদ ও পরিবারের সদস্যদের তথ্য চেয়েছে দুদক
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতায় নিয়োগ, বদলি, পদায়ন এবং ঠিকাদারিসহ নানা বিষয়ে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাবেক মন্ত্রী ও তাঁর পরিবারের সাত সদস্যসহ ৯ জনের বিষয়ে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয় চমেক কর্তৃপক্ষকে। চমেক কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ী তথ্য সংগ্রহ করে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
বাকি যাঁদের নামে তথ্য চাওয়া হয়েছে, তাঁরা হলেন হাছান মাহমুদের স্ত্রী নুরান ফাতেমা, মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদ, ভাই এরশাদ মাহমুদ, খালেদ মাহমুদ, মোরশেদ মাহমুদ, রাসেল মাহমুদ, তাঁর একান্ত সহকারী ইমরুল করিম রাশেদ, কায়ছার, গিয়াস উদ্দিন স্বপন। এ ছাড়া তাঁর অন্য কোনো আত্মীয়স্বজন ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান বা তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সুপারিশে কোনো নিয়োগ, পদায়ন, বদলি কিংবা অন্যান্য কোনো কাজে সুপারিশ কিংবা আধা সরকারি পত্র (ডিও) লেটার দিয়েছেন কি না, তার তথ্য চাওয়া হয় দুদক ঢাকা থেকে দেওয়া চিঠিতে।