Logo
Logo
×

বাংলাদেশ

ভোটারদের বঞ্চনা ঘোচাতে চাই: সিইসি

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

ভোটারদের বঞ্চনা ঘোচাতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাগরিকরা যাতে অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, আমাদের কমিটমেন্ট হচ্ছে- একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া- যেটা এতোদিন জাতি বঞ্চিত হয়েছে। রোববার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে বক্তব্য দিচ্ছিলেন সিইসি নাসির।

তিনি বলেন, আমি প্রায়ই বলি- আমাদের যারা বঞ্চিত কর্মকর্তা, তারা জনপ্রশাসনে যাচ্ছে, আন্দোলন করছে, তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে; দেশের ১৮ কোটি বঞ্চিত মানুষ কোথায় যাবে? ভোটের অধিকার থেকে বঞ্চিত ১৮ কোটি মানুষ। তারা আসবে আমাদের কাছে। তাদের এ বঞ্চনার দুঃখ শোনার জন্য আমরা আছি।

সিইসি নাসির বলেন, আমরা দায়িত্ব নিয়েছি, ইনশাহ আল্লাহ তাদের (নাগরিকদের) বঞ্চতা যেন ঘোচাতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে, যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে- সেটা ঘোচাতে চাই।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন