Logo
Logo
×

বাংলাদেশ

সচিবালয়ে আগুন ছড়িয়ে পড়ার পেছনে যত কারণ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ পিএম

সচিবালয়ে আগুন ছড়িয়ে পড়ার পেছনে যত কারণ

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন হস্তান্তরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফ করে।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক স্পার্ক (স্ফুলিঙ্গ) থেকে। সাধারণত সকেট-প্লাগে লুজ কানেকশন (দুর্বল সংযোগ), কেব্‌লে ত্রুটিপূর্ণ সংযোগ ইত্যাদি কারণে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে। এই ঘটনায় কোনো বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত করা যায়নি।

অগ্নিকাণ্ডের এই ঘটনার কারণ বের করতে গঠিত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। তদন্ত কমিটি আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক প্রতিবেদন তুলে দিয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের উৎপত্তিস্থল ৭ নম্বর ভবনের ৬ তলার লিফট লবিসংলগ্ন করিডর থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে এর সত্যতা পাওয়া যায়। আগুনের সূত্রপাত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে। অগ্নিনির্বাপণ কর্মীদের সাক্ষ্য ও উত্তর দিক থেকে নেওয়া ভিডিও বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, আনুমানিক রাত ২টায় আগুন ডেভেলপ স্টেজে (বিকশিত স্তর) চলে যায়। ভবনে কোনো ধরনের ফায়ার ডিটেকশন সিস্টেম না থাকায় প্রাথমিক ও বিকশিত অবস্থায় আগুন শনাক্ত করা যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন