জুলাই ঘোষণাপত্র সরকারই দেবে, সমর্থনে কর্মসূচিও হবে: বৈষম্যবিরোধী আন্দোলন
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ এএম
জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত জানায় সরকার পতনে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সরকার ঘোষণাপত্রের পক্ষে যে অবস্থান নিয়েছে তাতে সমর্থন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচি বহাল রেখেছে। তবে ঘোষণাপত্র সরকারই দেবে।
সোমবার রাতে জরুরি বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এ ঘোষণা দেন।
এদিন সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ‘ঘোষণাপত্র’ তৈরির ঘোষণা আসার পর সোমবার রাতেই জরুরি বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।
বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকের পর মধ্যরাতেই এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়।