ব্রেকিং |
নতজানু কিংবা হঠকারিতা নয়, সম্পর্ক হবে বাস্তবভিত্তিক: উপদেষ্টা মাহফুজ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ পিএম
উপদেষ্টা মাহফুজ আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম (বাঁয়ে) ও পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন। ঢাকা, ২৯ ডিসেম্বরছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
অন্তর্বর্তী সরকার চায় বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক নতজানু নয়, হবে বাস্তবভিত্তিক। যেখানে কোনো দুঃসাহস বা হঠকারিতার জায়গা হবে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার ‘নতুন বাংলাদেশ গঠন : অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা মো. মাহফুজ আলম এ মন্তব্য করেছেন। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অংশ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিবর্তন প্রশ্নে মাহফুজ আলম বলেন, ‘“সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়”—এটা একটা লক্ষ্য আকারে ছিল। এটা খুব বেশি পরিবর্তন হয়নি। বরং আমরা চাই, সবার সঙ্গে একটা বাস্তবভিত্তিক সম্পর্ক থাকুক, বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে। যেটা বাস্তবভিত্তিক হবে; এখানে কোনো দুঃসাহস, কোনো হঠকারিতার জায়গা নেই।’