Logo
Logo
×

বাংলাদেশ

যদি পারেন নিরাপত্তা দেন, নইলে সরে যান: ইনকিলাব মঞ্চ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

যদি পারেন নিরাপত্তা দেন, নইলে সরে যান: ইনকিলাব মঞ্চ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানে সক্রিয় পাঁচ শিক্ষার্থীকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ।

এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবনের সামনে অনশনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।  বৃহস্পতিবার দুপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী এ ঘোষণা দেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সক্রিয় ছাত্রজনতার নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। ছাত্রজনতাকে অনিরাপদ করে সরকারকে নিরাপদ রাখার দায় আমাদের নাই। যদি পারেন নিরাপত্তা দেন, নইলে নির্বাচন দিয়ে সরে যান। আপনাদের ৫ বছর ক্ষমতায় থাকার জন্য পাঠানো হয়নি। আপনাদের ক্ষমতায় পাঠানো হয়েছে বিচারের জন্য।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ১২ ডিসেম্বর ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত দুর্বৃত্তের চুরিকাঘাতে জখম হয়ে ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেলে মারা যান। ১৮ ডিসেম্বর পূর্বাচলের লেক থেকে শিক্ষার্থী সুজানা আক্তার (১৭) ও সাইনুর রশিদ কাব্য (১৬) নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়। একই দিন চট্টগ্রামে জসিম উদ্দিন নামে আন্দোলনে যুক্ত আরেক শিক্ষার্থী হত্যার শিকার হন। 

এসব বিষয়ে শরীফ ওসমান বলেন, দেশের বিভিন্ন স্থানে যেভাবে জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছাত্রজনতাকে হত্যা করা হচ্ছে, আগামী শনিবারের মধ্যে যদি তাদের গ্রেপ্তার করে বিচার করা না হয়, তাহলে ইনকিলাব মঞ্চ রোববার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গিয়ে অনশন করবে। এ সময় তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বকে গ্রেপ্তারের দাবি জানান।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন