Logo
Logo
×

বাংলাদেশ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পিএম

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ভলিবল ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

মহান বিজয় দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষে বাপাউবো ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে যাত্রাবাড়ি কলোনি মাঠে এক প্রীতি ভলিবল খেলা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) ও অমপ(প্রশাসন) এর অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক  পরিষদের সভাপতি কাজী নজরুল ইসলাম ।

প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। ভলিবলে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম ভলিবল দল এবং রানার্স আপ হয় কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা ভলিবল দল। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো পানি ভবন ভলিবল দল ও ড্রেজার পরিদপ্তর ভলিবল দল।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রধান প্রকৌশলী, কেন্দ্রীয় অঞ্চল মোঃ রাফিউস সাজ্জাদ । এছাড়াও ঢাকা পানি উন্নয়ন সার্কেল -১ এর তত্ত্বাবধায়ক  প্রকৌশলী ও পরিষদের সাধারন সম্পাদক দেওয়ান আইনুল হক, পরিচালক, জনসংযোগ পরিদপ্তর ও পরিষদের সদস্য মোস্তফা খান ,পরিচালক, কর্মচারি পরিদপ্তর ও পরিষদের সদস্য মোঃ আব্দুল মতিন এবং বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-১৯০১ এর সভাপতি মোঃ মন্জুরুল ইসলাম,  সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবীর, সম্পাদক, ভলিবল উপপরিষদ শফিক আহমেদ চৌধুরী (অপু)সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বাপাউবো সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ দর্শনার্থী উপস্থিত ছিলেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন